গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি সংবাদ সম্মেলনে সম্মাননা স্মারকটিও দেখান।
বিএনপি মহাসচিব বলেন, অসুস্থ হয়েও গৃহবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমি আনন্দের সংগে জানাচ্ছি যে, গণতন্ত্র রক্ষার এই অবদানের কারণে কানাডার মানবাধিকার সংস্থা বেগম জিয়াকে ‘মাদার অফ ডেমোক্রেসি’ উপাধিতে সম্মানিত করেছে।
আরও পড়ুন
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে ফেসবুকে ফাঁদ পেতে ১ যুবককে অপহরণ, গ্রেফতার-৪
লক্ষ্মীপুরে দীর্ঘদিনের অবহেলিত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও অবরোধ
চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি’র প্রতিনিধি নির্বাচন, সভাপতি-কবির এবং সাঃ সম্পাদক-সবুজ