মুক্তিকন্ঠ ডেস্কঃ
লক্ষ্মীপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোসাম্মৎ হনুফা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত ১ টার দিকে নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হনুফা বেগম সদর উপজেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ওবায়দুল হক হিরনের স্ত্রী। তার বাবার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। ইউপি সদস্য ওবায়দুল হক হিরন তার স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন৷
তিনি জানান, গত কয়েকদিন ধরে তার স্ত্রী অসুস্থ ছিলেন। শুরুতে বাড়িতে রেখেই তাকে চিকিৎসা দেওয়া হয়। সোমবার রাত ৮টার দিকে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালীর চৌরাস্তা্য় প্রাইম হসপিটাল-২ তে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করে তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে। ওই হাসপাতালের চিকিৎসকরা রুগীর অবস্থা সংকটাপন্ন দেখে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। এরই মধ্যে তার স্ত্রী হনুফা বেগমের মারা যান।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, ইউপি সদস্য ওবায়দুল হক হিরনের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এছাড়াও তার ২ সন্তানসহ শোকান্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে ফেসবুকে ফাঁদ পেতে ১ যুবককে অপহরণ, গ্রেফতার-৪
লক্ষ্মীপুরে দীর্ঘদিনের অবহেলিত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও অবরোধ
চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি’র প্রতিনিধি নির্বাচন, সভাপতি-কবির এবং সাঃ সম্পাদক-সবুজ