মুক্তিকন্ঠ ডেস্কঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহ পুর ইউনিয়নের মোহাম্মদ পুর গ্রামের আলীর বাড়িতে ৮মাসের শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে বৃদ্ধ আলী মিয়ার (৬০) বিরুদ্ধে।
এ ঘটনায় শনিবার সকালে অভিযুক্ত আলী মিয়াকে গ্রেফতার করছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আলী মিয়া আমানউল্যাহপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের গাইনের বাড়ির মৃত আবদুল ছমাদের ছেলে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে অভিযুক্ত আলী মিয়া চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ৩য় শ্রেনীতে পড়ুয়া ৮ বছর বয়সের প্রতিবেশী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে চন্দ্রগঞ্জ পূর্ববাজার ন্যাশনাল হাসপাতাল পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত আলী মিয়াকে গ্রেফতার করে শনিবার দুুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ধর্ষনের শিকার শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দতন্ত করছে বলেও জানান ওসি আনোয়ারুল ইসলাম।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে রায়পুর সাব-রেজিস্ট্রারের অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
লক্ষ্মীপুর সদর উপজেলার ২৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ
চন্দ্রগঞ্জে পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ডাক্তারসহ আহত ২জন