মোহাম্মদ হাছান, লক্ষ্মীপুর
লক্ষ্মীপেুরে ৩৭জন আইনজীবিকে সরকারী আইন কর্মকর্তা-সরকারী কৌঁসুলি(জিপি)সহ বিভিন্ন পদে নিয়োগ দিয়েছে আইনমন্ত্রনালয়। ১০ নভেম্বর আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সলিসিটর অনুবিভাগ স্বাক্ষরিত পত্রে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
নিয়োগপ্রাপ্তরা হচ্ছেন, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আহমেদ ফেরদৌস মানিক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর মো. জহিরুল ইসলাম ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে তারেক আল আমিন রিসাদকে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া জেলা আদালতের সরকারী কৌঁসুলী(জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন, হারুন উর রশিদ ব্যাপারী। অতিরিক্ত সরকারী কৌঁসুলী হিসেবে সোহেল মাহমুদ ও একে তৌহিদুর রহমান নিয়োগ পেয়েছেন।
সহকারী কৌঁসুলী হিসেবে নিয়োগ পেয়েছেন আরো ৮জন। অপরদিকে জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আরো ২০ আইনজীবি। এনিয়ে ৩৭জন আইনজীবিকে জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন পদে নিয়োগ দেয়া হয়েছে।
নিয়োগ প্রাপ্ত পাবলিক প্রসিকিউটর আহমেদ ফেরদৌস মানিক সোমবার সকালে নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছি। যে দায়িত্ব দেয়া হয়েছে. যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি,সেটাই এখন আশা করছি।
পাশাপাশি মামলার জট কমাতে উদ্যোগ নেয়া হবে। এছাড়া বিচার প্রার্থীরা যেন ন্যায় বিচার পান, সে চেষ্টা থাকবে। সবার সহযোগিতা কামনা করছি।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে রায়পুর সাব-রেজিস্ট্রারের অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
লক্ষ্মীপুর সদর উপজেলার ২৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ
চন্দ্রগঞ্জে পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ডাক্তারসহ আহত ২জন