মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ৪ আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও শিক্ষার্থী হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন লক্ষ্মীপুর ছাত্রলীগের সাবেক জেলা সহ-সভাপতি এডভোকেট মনোয়ার হোসাইন জাবেদকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাতে রামগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ছাত্র-আন্দোলনে সদর থানায় দায়েরকৃত ৪ শিক্ষার্থী হত্যা  মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সদর ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ও আবুল বাসার বলেন, ৪ আগষ্ট ছাত্র-জনতা ও পুলিশের উপর হামলা, চার শিক্ষার্থী হত্যা-মামলায়  নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসাইন জাবেদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সরকারকে বেকাদায় ফেলানোর জন্য লোক জড়ো করানোসহ নানা ষড়যন্ত্র অপরাধমূলক তথ্য রয়েছে।
পাশাপাশি ৪ আগষ্টে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি করাসহ প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে।  ইতিমধ্যে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা-মামলায় ৮৩জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনোয়ার হোসাইন জাবেদ জেলা যুবলীগের সাবেক সভাপতি একাধিক শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামী সালাউদ্দিন টিপুর ঘনিষ্টজন বলে পরিচিতি রয়েছে।
উল্লেখ্য, ৪ আগষ্ট বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকার সামনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা চালায়  আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
এসময় জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সদ্য অপসারনকৃত চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে মুহুমুহু গুলি ছুড়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।  টিপুর নিজ বাসভবনের ছাঁদ থেকে প্রকাশ্যেই সালাউদ্দিন টিপু ও তার সহযোগি গিয়াস উদ্দিন সোহাগসহ অন্যরা শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত।
এসময় তিন শতাধিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় আওয়ামীলীগ,যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীদের আসামী করা  হয় ।

শেয়ার করুন