লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে একটি দেশীয় অস্ত্রসহ রাহাত হোসেন বাবু নামের এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পুলিশ সুত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাবুর পরিবারের দাবী তাকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টায় বাবুকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর গ্রাম থেকে বাবুকে গ্রেফতার করা হয়।
বাবু পশ্চিম লতিফপুর গ্রামের কোয়ার বাড়ির শাহ আলমের ছেলে। স্থানীয়ভাবে জানায়, বাবু স্বেচ্ছাসেবকদলের ওয়ার্ড সভাপতি এবং কর্মজীবনে একজন ড্রাইভার।
বাবুর বাবা শাহ আলম বলেন, ‘ডিবি পরিচয়ে দুই ছেলেকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে বাবুর কোনো খোঁজ নেই। চন্দ্রগঞ্জ থানা ও লক্ষ্মীপুর জেলা ডিবি কার্যালয়ে খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’
পুলিশ সূত্রে জানাযায়, চন্দ্রগঞ্জ থানা এলাকার লতিফপুর গ্রামে ইয়াকুব আলী পাটোয়ারী বাড়ি বায়তুল আজহার জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে একজন লোক কৌশলে পালানোর সময় ডিবির টিম রাহাত হোসেন বাবুকে (২৪) গ্রেফতার করে। বাবুর দেওয়া তথ্যমতে চন্দ্রগঞ্জ থানাধীন লতিফপুরস্থ ইয়াকুব আলী পাটওয়ারী বাড়ি বায়তুল আজহার জামে মসজিদের সামনে জিসান এর কবরের উপর কবর ঢেকে দেওয়া পলিথিনের নিচে একটি লাল টিস্যু শপিং ব্যাগের ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রেখেছে। বাবুর দেখানো মতে উল্লিখিত স্থানে তল্লাশি করে দেশিয় তৈরি ০১টি এলজি বন্দুক জব্দ করা হয়।
এলাকাবাসী বাবুর গ্রেফতারের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তারা বাবুকে গ্রেফতারের বিষয়ে মানবন্ধন করবে বলে জানায়।
এই বিষয়ে লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটু জানান, রাহাত হোসেন বাবুকে আটকের পর জিজ্ঞেসাবাদ করলে সে অস্ত্রের কথা স্বীকার করে এবং তার তথ্যমতে অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে অস্ত্র মামলায় আদালতে প্রেরণ করা হয়।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল নেতাকে অস্ত্রসহ গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
লক্ষ্মীপুরে চার শিক্ষার্থী হত্যা-মামলায় আওয়ামীলগ নেতা গ্রেফতার
৫ আগষ্টের বিজয়কে একটি পক্ষ কুক্ষিগত করতে ও মালিকানা নিতে চায়, সেটা করতে দেয়া হবেনা, লক্ষ্মীপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান আযম