মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সাবেক ছাত্রশিবির সভাপতির বাড়িতে দূর্ধর্ষ চুরি

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়নের ছোট ভল্লবপুর গ্রামে সাবেক  কলেজ ছাত্রশিবির সভাপতি সৈয়দ টিপু সুলতানের বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত ১২-১৮জানুয়ারীর মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউপি’র ছোট ভল্লবপুর গ্রামের মুন্সী বাড়িতে (টিপু সুলতানদের বাড়ি) এই দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। সৈয়দ টিপুর সুলতান কফিল উদ্দিন ডিগ্রী কলেজের সাবেক বাংলাদশে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। বিগত সরকারের ক্রমাগত রোষানলে পড়ে, নানান ভাবে নির্যাতিত হয়ে, বিভিন্ন মামলার আসামী হয়ে তিনি এখন প্রবাস জীবন যাপন করছেন। পাশাপাশি তিনি জামায়াতের রাজনীতির সাথে জড়িত আছেন।

থানায় অভিযোগ সূত্রে জানাযায়,  গত ১২ জানুয়ারী সকালে টিপু’র মা ও ছোট সোয়াইব ঘরে তালা মেরে ঢাকায় তার বোনের বাসায় যায়। ১৮ তারিখ দুুপরে বাড়ির একজন ফোন করে জানায় তাদের ঘরের তালা নাই। তড়িঘড়ি করে তারা ঢাকা থেকে বাড়িতে চলে আসে। বাড়ি এসে দেখে ঘরের তালা নাই, পুরো ঘরের সব রুম তছনছ করে ফেলেছে। স্বর্ণালংকার, নদগ টাকা, কম্বল ও অন্যান্য দামী জিনিস মিলিয়ে মোট প্রায় ১১ লক্ষ টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এ নিয়ে এলাকাবাসী আতংকে আছে। এ বিষয়ে টিপুর ছোট ভাই সোয়াইব বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে একটি অভিযোগ করেন।

স্থানীয়, লোকমান জানান, ইদানিং চুরি অনেক বেড়ে গেছে। প্রায় রাতেই চুরি হচ্ছে, সবাই চোরের যন্ত্রনায় অসহায় হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন কঠোর পদক্ষেপ না নিলে যেকোন সময় আরো বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

নাম না প্রকাশ করা শর্তে, ঘটনাস্থলের পাশের বাড়ির একজন জানান, ৫ আগষ্ট পরবর্তী সময়ে অনেক অপরাধী যারা আগে বাড়ি আসতে পারতো না, এখন তারা সবাই বাড়িতে, এলাকায় প্রকাশ্যে ঘুরতেছে। মূলত তারাই এই কাজ গুলো এখন করতেছে। এছাড়াও মাঝে মাঝে সন্ধ্যার পরে এলাকায় অপরিচিত অনেককেই ঘুরতে দেখি, যাদেরকে আগে কখনো দেখিনি।

প্রসংগত, চন্দ্রগঞ্জ বাজার এবং থানা এলাকায় আনুপাতিক হারে চুরির সংখ্যা অনেক বেড়েছে, গত কয়েকদিন আগেক হাজিরপাড়ার সাবেক চেয়ারম্যান ওমর ফারুক (টাইগার ফারুক) বাড়িতে (জনশূন্য) একটি ঘরে ঢুকে তাদেরও সব কিছু চুরি করে নিয়ে যায়। এছাড়াও চন্দ্রগঞ্জ বাজারে স্থানীয় পূর্ব বাজার থেকে ভাসমান ভেদে পল্লীর অনেক মহিলা এসে ভোর বেলায় বাজার অনেক ব্যবসায়ীদের বিভিন্ন দ্রব্য চুরি করে নিয়ে যায়। যা একাধিক ভিডিওতে দেখা যায়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, দ্রুত কারা এই ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এছাড়াও তিনি আরো বলেন, ‘বাড়ি থেকে যদি সবাই একসাথে অন্য কোথাও যায় , তাহলে যেন দামী জিনিসপত্র নিরাপদে অন্য কোথাও রেখে যায়। ঘরে কোন লোক না থাকলে চোরদের তো আরো সুবিধা হয়।’


শেয়ার করুন