মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ ২য় বার স্বাধীন হয়েছে, এটি ধরে রাখতে হবে, লক্ষ্মীপুরে এ্যানী

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। সকাল সাড়ে ৭টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নেতৃত্বে শহীদ মিনারে আসেন জেলা বিএনপি,যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। তারা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু,যুগ্ম আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান,  জেলা জজ আদালতের পাবলিক প্রসিউকিটর আহমেদ ফেরদৌস মানিক,জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, স্বেছাসেবকদলের সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন,সাধারন সম্পাদক হারুনুর রশিদসহ অনেকেই। এরপর একে একে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান,সামাজিক ও সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অপর্ণ করেন।

একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে  লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের নেতৃত্বে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ সুপার আকতার হোসেনের নেতৃত্বে পুলিশ প্রশাসন শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে।

সকাল থেকে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তালন, জেলার বিভিন্ন স্কুল কলেজে মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ, র‌্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসুচির মধ্যে দিয়ে জেলার ৫টি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছে সর্বস্তরের মানুষ।

এসময় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন এ্যানী বলেছেন, আজকের এই দিনটি জাতির কাছে অত্যান্ত গুরুত্বপূর্ন। মাতৃভাষার জন্য সালাম,বরকত জব্বরসহ যারা জীবন দিয়েছেন। তাদেরকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে।

তিনি আরো বলেন, ‘ভাষার জন্য যে লড়াই হয়েছে। এই লড়াইয়ের  ধারাবাহিকতায় স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার আন্দোলন হয়েছিল। সেই স্বাধীনতা যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরাসরি রণাঙ্গনে
থেকে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্বে দিয়েছেন। আজকের এই দিনে শহীদদের পাশাপাশি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী আরো বলেন, তখন যদি এই দেশ স্বাধীন না হতো,তাহলে আজকে স্বাধীন বাংলাদেশে স্বাভাবিক জীবন-যাপন ও চলাফেরা, দায়-দায়িত্ব পালন করা সম্ভব হতো না। জুলাই-আগষ্টে ছাত্র-জনতার আন্দোলন ও রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এটি ধরে রাখতে হবে। এখনো অনেক ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে বলে জানান তিনি।


শেয়ার করুন

আরও পড়তে পারেন..