লক্ষ্মীপুর প্রতিনিধি
ঈদ-উল-ফিতরের আগে যানজট সমস্যা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে লক্ষ্মীপুর জেলার মান্দারী এবং চন্দ্রগঞ্জ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম চালানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলাদেশ সেনাবাহিনী এবং ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হল যানবাহন চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ট্রাফিক পুলিশের সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হয়েছে। ব্যস্ত মোড় ও বাজার এলাকাগুলো বিশেষ করে যেখানে যানজট বেশি হয় সেসব এলাকায় সেনাবাহিনীর অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে এবং সঠিক নিয়মে যান চলাচল নিশ্চিত করতে তদারকি চলমান রয়েছে।
অন্যান্য কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে রাস্তার উপরে অবৈধ অস্থায়ী দোকানপাট সরিয়ে ফেলা , যত্রতত্র বাস থামিয়ে যাত্রী নেয়া নিষিদ্ধ করা এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।
এছাড়া, সেনাবাহিনী দুর্ঘটনা রোধে পরিকল্পিত ব্যবস্থা গ্রহন করছে, বিশেষ করে কলেজের সামনে ও বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা হয়েছে।
জনসচেতনতা বৃদ্ধির জন্য সেনাবাহিনী সাধারণ জনগণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করছে এবং আইন মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছে। চালকদের অতিরিক্ত গতি কিংবা বিপজ্জনক ওভারটেকিং থেকে বিরত থাকতে বিশেষ দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর জেলা সিএনজি, বাস, ট্রাক মালিক ও চালক সমিতি এবং বাজার কমিটিকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ঈদ যাত্রা নির্বিঘ্ন হতে পারে।
সেনাবাহিনী, ট্রাফিক পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় লক্ষ্মীপুর জেলার যানজট সমস্যা সমাধান সম্ভব হবে।
“নিরাপদ সড়ক, আনন্দময় ঈদ” —এই মূলমন্ত্রকে সামনে রেখে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়। শৃঙ্খলাবদ্ধ সড়ক ব্যবস্থা শুধুমাত্র নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং ঈদের আনন্দকে আরও সুন্দর ও নির্ঝঞ্ঝাট করে তুলবে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে শিশুকে গুলি করার ঘটনায় ৩জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১
শহীদদের রক্তের বদলা নেওয়ার জন্য ওয়াদাবদ্ধ শিবির সভাপতি জাহিদুল
আ’লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নিবেনা, লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ