লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে রায়পুরের খাসেরহাট এলাকায় বিএনপির দু-পক্ষের সংঘর্ষের ঘটনায় বিএনপি কর্মী জসিম উদ্দিন ব্যাপারী নামে আরো একজনের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ৭দিন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জসিম উদ্দিন। এনিয়ে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষের ঘটনায় সাইজ উদ্দিনসহ এখন পর্যন্ত মারা গেছে দুইজন। এখনও কয়েকজন গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। নিহত জসিম উদ্দিন ব্যাপারী রায়পুর উপজেলার উত্তর চরবংশী ৬নং ওয়ার্ডের হজল করিম ব্যাপারীর ছেলে।
এদিকে সাইজ উদ্দিন হত্যা মামলার আাসামী জলিল লস্করকে চট্রগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষের পর থেকে এলাকায় দু-পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূইঁয়া। তিনি বলেন, সোমবার দুপুরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম উদ্দিন ব্যাপারী।
এর আগে দু-গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হন জসিম। এছাড়া সাইজ উদ্দিন হত্যা মামলায় জলিল লস্কর নামে একজন চট্রগ্রাম থেকে গ্রেফতার করা হয়। ভোররাতে র্যাব তাকে গ্রেফতার করে। পাশাপাশি অন্য আসামীদের গ্রেফতারের অভিযান চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত সোমবার (৭ এপ্রিল) আধিপত্য বিস্তার নিয়ে রায়পুর উপজেলার ২নং চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব শামীম গাজী গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় সাইজ উদ্দিন নামে এক বিএনপি কর্মী মারা যায়। এতে অন্তত ১৫জন আহত হয়। ১৫টি বাড়িঘর হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। ঘটনার তিনদিন পর নিহতের ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে ১৮৬জনকে আসামী করে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক বিএনপি নেতা ফারুক কবিরাজসহ ২৬জনের নাম উল্লেখ করে আরো ১৬০জনকে অজ্ঞাত আসামী করা হয়।
এদিকে হামলার সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক ও প্রধান অভিযুক্ত শামীম গাজী, ২নং চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মানিক আহাম্মদ তারেকসহ বিএনপি ও সহযোগি সংগঠনের ১৬ নেতাকে বহিস্কার করা হয়।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পালিত শিশু কণ্যাকে ধর্ষণের ঘটনায় সৎ বাবা গ্রেফতার
লক্ষ্মীপুরে অবৈধ ফুড কারখানায় অভিযান: বিপুল পরিমাণ ভেজাল খাদ্য জব্দ, ২ লক্ষ টাকা জরিমানা
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে রাতের আঁধারে যুবককে গুলির ঘটনায় মামলা, গ্রেফতার ২