লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন দিঘলী ইউনিয়নের জামিরতলী এলাকায় অবস্থিত ‘মতিন ফুড’ নামে একটি অবৈধ খাদ্য উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টায় জেলা এনএসআই-এর গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধুর চক্রবর্তী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, লক্ষ্মীপুরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।
এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্য জব্দ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় ‘মতিন ফুড’ কারখানার মালিক আবদুল মতিনকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালাও করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে স্থানীয় এই কারখানায় নিম্নমানের উপকরণ দিয়ে ফুড আইটেম তৈরি করে বাজারজাত করা হচ্ছিল বলে অভিযোগ ছিল। প্রশাসনের এমন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
আরও পড়ুন
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে অস্ত্রসহ সন্ত্রাসী মনোয়ার গ্রেফতার
ফ্যাসিস্টদের কোন ঝটিকা মিছিল করতে দেয়া হবেনা লক্ষ্মীপুরে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী
লক্ষ্মীপুরে পালিত শিশু কণ্যাকে ধর্ষণের ঘটনায় সৎ বাবা গ্রেফতার