মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

এখন প্রাথমিকে রোবটিক্স শিখানো হচ্ছে, এটা টার্গেট নয়, প্রয়োজন মিনিমাম স্বাক্ষরতা, লক্ষ্মীপুরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক লেভেলে আমাদের টার্গেট খুব ছোট। এখন প্রাইমারীতে শিক্ষার্থীদের রোবটিক্স শিখানো হচ্ছে। কিন্তু টার্গেট মোটেই এটা নয়। কেউ যদি বেশি শিখায়,সেটাতে ক্ষতি নেই। মিনিমাম যেটা চাচ্ছি, সেটা হলো স্বাক্ষরতা।

শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপদেষ্টা।

তিনি আরো বলেন, কোভিট, নতুন কারিকুলামের কারনে প্রাথমিকে শিক্ষার মান অবনতি হয়েছে। শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। প্রাথমিকে বৃত্তির ব্যবস্থা চালু করার কথা ভাবছে সরকার। তবে বৃত্তির টাকা দিবে মাধ্যমিক। এজন্য মাধ্যমিকের সাথে আলাপ-আলোচনা চলছে তাদের বাজেট বাড়ানোর জন্য। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সাথে ভালো আচারন করতে হবে। যেন শিক্ষকদের আচারনের কারনে স্কুলমুখি হয় শিক্ষার্থীরা। এছাড়া তিনি নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে বলেন, নৈতিক শিক্ষা হলো, অন্য মানুষের সাথে আমার সম্পর্ক কেমন হওয়া উচিত,এ টার শিক্ষাই হচ্ছে নৈতিক শিক্ষা। তাই সবাইকে নৈতিক শিক্ষার দিকে নজর দিতে হবে।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক(পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা, সদর উপজেলা সহকারী শিক্ষা-অফিসার মো. শাহদাত হোসেন, উত্তর লক্ষ্মীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনসহ জেলা-উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

মতবিনিময় সভা শেষে সদর উপজেলা হলরুমে আন্ত: প্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চুড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী সভায় যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রাথমিক শিক্ষার্থীদের দেয়ালিকাগুলো অতিথিদের নিয়ে ঘুরে ঘুরে দেখেন উপদেষ্টা।

এছাড়া বিকেলে টাউন হলে সদর উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদেন তিনি। এর আগে শুক্রবার সন্ধ্যায় স্বস্ত্রীক লক্ষ্মীপুরে আসেন তিনি।


শেয়ার করুন