মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

চন্দ্রগঞ্জে শ্রীকৃষ্ণের  জন্মাষ্টমী উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি

শ্রীকৃষ্ণের  জন্মাতিথি উপলক্ষে চন্দ্রগঞ্জ কালিমন্দিরে শনিবার (১৬ আগস্ট) আয়োজন করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এ শোভাযাত্রা সকাল ১০টায় কালিমন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চন্দ্রগঞ্জ

বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় রঙিন সাজসজ্জা, বাদ্যযন্ত্রের সুর, শঙ্খধ্বনি ও নানা বয়সী ভক্ত-অনুরাগীদের উপস্থিতি পুরো এলাকা উৎসবমুখর করে তোলে সনাতন ধর্মালম্বীরা।

পরে কালিমন্দির প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয় দেব নার্থ বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ মানবতার পথপ্রদর্শক। তাঁর শিক্ষা সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অনন্য উদাহরণ।
লক্ষ্মীপুর জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার বলেন, প্রভু শ্রীকৃষ্ণের জীবনী আমাদের জীবন পরিবর্তনের আদর্শ। শ্রীকৃষ্ণের  জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ন্যায়, সত্য ও ভ্রাতৃত্বের বার্তা বহন করে।

এসময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত সভাপতি বাবু চন্দন কর্মকার, চন্দ্রগঞ্জ বাজার শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমিটির সাাধারন সম্পাদক বাবু প্রণতোষ কর্মকার, সহ-সভাপতি বাবু গনেশ কুরী, সহ-সভাপতি বাবু বিধান পাল, যুগ্ম-সাধারন সম্পাদক বাবু কাকন কুরী, চন্দ্রগঞ্জ থান যুব ঐক্য পরিষদের আহবায়ক বাবু অঞ্জন কুরীসহ ঐক্য পরিষদ, পূজা পরিষদ, যুব ঐক্য পরিষদ, চন্দ্রগঞ্জ হিন্দু কল্যাণ সংঘসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও অনেক ভক্তবৃন্দ।

আলোচনা শেষে পূজার্চনা ও প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


শেয়ার করুন