লক্ষ্মীপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, লক্ষ্মীপুর জেলা শাখার আওতাধীন রায়পুর উপজেলা শ্রমিকদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১ সেপ্টেম্বর জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদের সুপারিশক্রমে ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হান্নান ভূঁইয়া এ কমিটি অনুমোদন করেন। পরে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
শনিবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের একটি হোটেলে অনুমোদিত কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলা নেতাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মোছলেম মিয়া (০২নং ইউনিয়ন) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোক্তার হোসেন হাওলাদার (০৪নং ইউনিয়ন)। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ডাঃ মোঃ কামাল হোসেন (০৪নং ইউনিয়ন)।
এ ছাড়া সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ২০ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অদূর ভবিষ্যতে রায়পুর উপজেলা শ্রমিকদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা হবে।


আরও পড়ুন
চন্দ্রগঞ্জে ৪৩৮তম হযরত দেওয়ান শাহ (রাঃ) মেলা এবারও হচ্ছে না
মাওলানা আবু মূসা ফাউন্ডেশনের উদ্যোগে চরশাহীতে ১০টি মসজিদে গরম পানির হিটার বিতরণ
নুরুল্যাপুর মাদ্রাসার শিক্ষকরা নীতিমালা উপেক্ষা করে ব্যবসায় মগ্ন! শিক্ষা না বাণিজ্য?