মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

চন্দ্রগঞ্জ থানার বিদায়ী ওসির নেতৃত্বে ৬টি অস্ত্র উদ্ধার

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার পাশবর্তী বেগমগঞ্জ থানাধীন দুই থানার মধ্যবর্তী এলাকা থেকে ৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার জগদীশপুর গ্রামে একটি কবরস্থান থেকে ৫টি রাইফেল ও ১টি এলজি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার একটি কবরস্থানে অনেক গুলো অস্ত্র আছে মর্মে সংবাদ পাওয়া যায়। পরে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।
চন্দ্রগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি কবরস্থানে অস্ত্র আছে সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে ৬টি অস্ত্র উদ্ধার করি। নিরাপত্তা জনিত কারনে অস্ত্রগুলো চন্দ্রগঞ্জ থানায় নিয়ে আসি। এই ঘটনায় মামলার দায়েরের ব্যবস্থা প্রক্রিয়াধীন।


শেয়ার করুন

আরও পড়তে পারেন..