মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

চন্দ্রগঞ্জে রাতের আধারে সাউন্ড সিস্টেম বাজিয়ে প্রবাসীর ঘরের সীমানা ভাংচুরের অভিযোগ বাপ্পী’র বিরুদ্ধে!

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার আলাইয়ারপুর এলাকায় রাতের আঁধারে এক প্রবাসীর বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে চন্দ্রগঞ্জ বাজারের শুটকি ও ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী বাপ্পী চৌধুরীর বিরুদ্ধে । এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী প্রবাসী দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করায় তার বাড়িতে তার বাবা মা এং অসুস্থ ভাই থাকে। বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাড়ির সীমানা প্রাচীরের ভেঙে ফেলে অন্যত্র রেখে আসে। সকালে বিষয়টি নজরে এলে স্বজনরা হতবাক হয়ে পড়েন।

ভুক্তভোগীর পরিবারের দাবি, পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই ভাঙচুর চালানো হতে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা আরো জানায় রাতে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজিয়ে এই ভাংচুর কাজ চালানো হয়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, রাতের বেলায় এ ধরনের কর্মকাণ্ড এলাকায় নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে। প্রবাসীরা দেশে না থাকায় তাদের সম্পত্তি বারবার হামলার শিকার হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

বেগমগঞ্জ থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং প্রবাসী পরিবারের সদস্যরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।


শেয়ার করুন