May 3, 2024

মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

লক্ষ্মীপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

শেয়ার করুন

মুক্তিকন্ঠ ডেস্কঃ
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বন বিভাগের সহযোগিতায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃক্ষরোপনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার ( ৯জুন) সকালে  স্বাস্থ্য বিধি মেনে সদর উপজেলা পরিষদের পাশে ঢাকা-রায়পুর মহাসড়কের পাশে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, উপপরিচালক লক্ষ্মীপুর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), শতরূপা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ মাসুম, লক্ষ্মীপুর বীজতলা কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন ভৌমিক প্রমুখ।
এ সময় উপজেলা পরিষদের সম্মুখে এবং মহাসড়কের দুই পাশে কৃষ্ণচূড়া, সোনালু, জারুল, রাধাচূড়া জাতের ২০০টি বৃক্ষ রোপন করা হয় বলে বন বিভাগ সূত্র জানিয়েছেন।

শেয়ার করুন