মুক্তিকন্ঠ ডেস্কঃ
দৈনিক মানবজমিন পত্রিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে এ আয়োজন করেন জেলা প্রতিনিধি মো. ইউসুফ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন।
লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছলেহ উদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্বাস হোসেন, প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি এমজে আলম, পৌর কাউন্সিলর রিয়াজুল ইসলাম রাজু, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান সবুজ, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিস কবির প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ। এসময় আরো উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী, সুধীজন ও গন্যমান্য ব্যক্তিবর্গ।


আরও পড়ুন
চন্দ্রগঞ্জে ৪৩৮তম হযরত দেওয়ান শাহ (রাঃ) মেলা এবারও হচ্ছে না
মাওলানা আবু মূসা ফাউন্ডেশনের উদ্যোগে চরশাহীতে ১০টি মসজিদে গরম পানির হিটার বিতরণ
নুরুল্যাপুর মাদ্রাসার শিক্ষকরা নীতিমালা উপেক্ষা করে ব্যবসায় মগ্ন! শিক্ষা না বাণিজ্য?