মুক্তিকন্ঠ ডেস্কঃ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে লক্ষ্মীপুর সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণনের সমন্বয়ে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সেমিনারের আয়োজন হয়।
আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি ) মেহের নিগার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন মজুমদার প্রমূখ ।
সেমিনারে সদর উপজেলার ২৮৫ স্কুলের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন ।
সেমিনারে সর্বস্তরে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনের বিষয়ে বক্তারা আলোচনা করেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে রায়পুর সাব-রেজিস্ট্রারের অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
লক্ষ্মীপুর সদর উপজেলার ২৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ
চন্দ্রগঞ্জে পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ডাক্তারসহ আহত ২জন