April 26, 2024

মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

চন্দ্রগঞ্জে সোলেমান উদ্দিন জিসানের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ অনুষ্ঠান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক সোলায়মান উদ্দিন জিসানের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত হয়।

আজ শনিবার পশ্চিম লতিফপুর জিসানের নির্মিত ইয়াকুব আলী পাটোয়ারী বাড়ি জামে মসজিদে আসরের নামাযের পর এই দোয়া  ও মিলাদের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পৃর্ব বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, আরো উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু , জেলা ছাত্রদলের সভাপতি, হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারন সম্পাদক আবদুল্লা আল মামুন। সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম মামুন, জেলা সেচ্ছাসেবকদল এর সভাপতি মহসিন কবির স্বপন, সদর উপজেলা পৃর্ব যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি এনায়েত উল্লাহ, থানা কৃষক দলের সদস্য সচিব নাসির আলম মিশন থানা ছাত্রদলের সভাপতি সোহেল আদনান, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী মিলন । চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী করিম, সদস্য সচিব মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, যুবদলের আহবায়ক ওমর খাঁন সাহেব, সদস্য সচিব নুর হোসেন হারুন, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক সাইফ উদ্দিন জাবেদ যুগ্ম আহবায়ক ইয়াকুব মুন্না রিপন, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান জনি এবং কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক ফরহাদ রাজু সদস্য সচিব নুর রায়হান মুন্সি সহ জেলা বিএনপি, যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবকদল,সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এবং চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল, বিভিন্ন ওয়ার্ডের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন, ইউনিয়ন বিএনপি সাবেক তিন বারের সাধারণ সম্পাদক বর্তমান প্রথম যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ (কালা মুন্সি)।

উল্লেখ্য গত ২০১৫ সালের ২৩শে জানুয়ারী তথাকথিত র‌্যাবের বন্দুক যুদ্ধে নিহত হন সোলায়মান উদ্দিন জিসান। তার মৃত্যুর ক্ষতি এবং দুঃখ এখনো লক্ষ্মীপুর বিএনপি বয়ে বেড়ায়।


শেয়ার করুন

আরও পড়তে পারেন..