April 26, 2024

মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ করোনার ২য় ঢেউ সামলাতে মানুষ যখন হিমসিম খাচ্ছে, তখন অনেক কৃষক মাঠে তাদের পাকা ধান নিয়ে হাঁহাকার করছে। ঠিক এমন সময় অসহায় কৃষকদের পাশে দাড়ালেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবগীগের নেতা কর্মীরা। এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ এপ্রিল) সকাল  ১০টায় চন্দ্রগঞ্জ থানাধীন পাঁচপাড়া এলাকায় এক অসহায় কৃষকের ধান কেটে দেয় চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ন আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু’র নের্তৃত্বে একঝাঁক যুবলীগের কর্মী।

করোনা কালীন সময়ে চন্দ্রগঞ্জের পাঁচপাড়া গ্রামের আব্দুর রহিম, অনেক খানি জমির পাকা ধান নিয়ে বিপাকে পড়েছে। করোনার কারনে কোন শ্রমিক পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগ বিষয়টি শুনতে পায়। পরবর্তীতে ইউনিয়ন ‍যুবলীগের ১ম যুগ্ন আহ্বায়ক রিংকু তার নেতা কর্মী নিয়ে আব্দুর রহিমের ধান ক্ষেতে হাজির হয়। এ সময় আঃ রহিম মনে হয় আকাশের চাঁদ হাতে পেয়ে গেল। খুশিতে তার চোখ আনন্দের পানিতে ছল ছল করতে লাগল। পরে রিংকু তার সাথে থাকা পায় ১৫জন নেতা কর্মী নিয়ে সব ‍গুলো ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেয়। এ বিষয়ে কৃষক রহিম জানায়, আমার অনুভূতির কথা ভাষায় প্রকাশ করতে পারবো না। এসময় কৃষক রহিম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায় এবং রিংকুকে ধন্যবাদ জানায়।

ধান কাটা কার্যক্রমে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ন আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ন আহ্বায়ক ফরহাদ উদ্দিন জুয়েল, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সদস্য শেখ রাসেল, জহির উদ্দিন মোহন, আব্দুল আউয়াল, কামরুল আলম মুন্না, দাউদ ইব্রাহিম, পারভেজ খান, আশিকুর রহমান, পারভেজ, রাফি, রহমানসহ আরো অনেকে।

ধান কাটা বিষয়ে জানতে চাইলে রিংকু জানান,  বর্তমান করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং লক্ষ্মীপুর যুবলীগের আইকন, জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু ভাইয়ের সার্বিক সহযোগিতায় এবং চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের প্রচেষ্টায় অসহায় কৃষক আঃ রহিমের ধান কাটা সম্পন্ন করলাম। ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


শেয়ার করুন

আরও পড়তে পারেন..